জিআরই ভোকাবুলারি পর্ব-২
Chapter — 1 ( Cloth):
Raiment → Clothing বা পোশাক
Guise → Costume; appearance → বিশেষ কাজের উপযোগী পোশাক । Disguise মানে হচ্ছে ছদ্মবেশ, যখন guise টা distorted বা বিকৃত হয়ে যায় বা কোন ভুল appearance দেখায় সেটাই হচ্ছে disguise.
Decollete → having a low cut neckline in dress মানে হচ্ছে গলায় একটু নিচু করে কাটা ।
spangle → এই শব্দটি sparkle বা চকচক করা, থেকে মনে রাখা যায় ।
toga → প্রাচীন রোমানদের আলখাল্লা ।
Array → কাপড় পরা
Divest → কাপড় খুলে ফেলা ।
Threadbare → সুতা বের হয়ে গেছে এমন জীর্ণ ( thread মানে হচ্ছে সুতো এবং bare মানে হচ্ছে নগ্ন )
vogue → popular fashion
Bedizen → সৌন্দর্যবোধ বিবর্জিতভাবে পোশাক পরা ।
উপরের শব্দ গুলো নিয়ে একটি কম্বাইন কনট্যাক্স →
His royal highness always likes to be excessively natty(পরিপাটি) and he likes to spend more time in sartorial(পোশাক নির্মাণ বিষয়ক) environment. I don’t fancy being a ragamuffin(ছেড়া কাপড়চোপড় পরা লোক), but I don’t want to be a fop(নিজের পোশাকের ব্যাপারে যে অতিরিক্ত খুঁতখুঁতে) like him.
Hue → color, aspect
বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন
multi-colored(adj) এর synonyms:
- Motley → অনেক রঙের সমাহার, অনেক বস্তুর সমাহার
- Dappled → ছোপ ছোপ থাকে যেখানে । যেমন — চিতার গায়ের ছোপ ছোপ দাগ
- Piebald → যেখানে বিভিন্ন কালারের প্যাচ থাকবে । যেমন — পাইথনের গায়ের প্যাচ কালার ।
- Variegated → ভেরিয়াস কালার থেকেই মনে রাখা যায় ।
- Brindled → এই শব্দটি সাধারণত গ্রে অথবা ব্রাউন প্যাচের মিশ্রণের ক্ষেত্রে ইউজ করা হয় । এটা সাধারণত বেড়াল এর মধ্যে বেশী দেখা যায় ।
- Flecked → ডট বা বিন্দুর দারা প্যাটার্ন করা হলে সেটাকে flecked বলা হয় ।যেমনঃ নিচের মেয়েটার জামার কালার ।
Pale color বা ফ্যাকাসের synonyms:
- Pallid → Pale থেকেই pallid
- Wan → এই শব্দটার একটা সেকেন্ডারি মিনিং হচ্ছে কমে যাওয়া । কালার কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাকাসে হয়ে যায় ।
- Cadaverous → cadaver শব্দটির অর্থ হচ্ছে লাশ বা পচে যেতে থাকা হিউম্যান বডি ।cadaverous শব্দটির অর্থ সেখান থেকে pale colored স্পেসালি কেউ যখন রোগে ভোগে তখন তাঁদের চেহারার কালার চলে যায়, তখন সেটাকে বলে Cadaverous .
এখন কিছু রঙের নাম সম্পর্কে জানিঃ
একেবারে টকটকে লাল হলে আমরা সেটাকে বলি
- Ruddy → red থেকেই এসেছে
- Florid → flower, red থেকে এসেছে
- Incarnadine → carnal শব্দটি গোস্তের সাথে রিলেটেড , আর গোস্তের রঙ সাধারণত লাল হয় , এই শব্দটা সেখান থেকেই মনে রাখা যায় ।
Yellowish বা হলদেটে হলে সেটাকে বলি
- Sallow → yellow থেকে মনে রাখা যায় ।
- Jaundiced → আমরা জানি জন্ডিস হলে সরিল হলুদ বর্ণ ধারণ করে । আমরা এই শব্দটাকে এখান থেকেই মনে রাখতে পারি । তবে jaundice এর আরেকটা মিনিং আছে সেটা হচ্ছে কুসংস্কারগ্রস্ত ।
সবুজাভা শ্যামলীকে বলে
- Verdant → এটা এসেছে vardior থেকে যার অর্থ হচ্ছে গাছের সবুজ পত্র-পল্লব অথবা গাছের সবুজ রঙ ।
- Azure → এটার মানে হচ্ছে আকাশী নীল ।
ফ্যাকাসে পার্পল
- Mauve
ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটাকে আবার বলে লাইট ব্লু
- Livid
হাল্কা বাদামি থেকে ব্রাউনিশ কালারটাকে বলে
- Tawny
অনেক বাংলাদেশি বা মেক্সিকান লোকদের কালার ও এইটা
Chrome শব্দটি সাধারণত কালারের সাথে সম্পর্কিত
Chromatic → related to color
Monochromatic → having one color
Polychromatic → having more than one color
বিভিন্ন ধরনের chloroplast এর মধ্যে একটা হচ্ছে cromatid যেটা ফুলের রঙের জন্য দায়ী
Maculated → এর মানে হচ্ছে দাগযুক্ত
দাগহীন এর অর্থ হচ্ছে
- Immaculate
- Unsullied → গেম অফ থ্রন্স এর মধ্যে এমন একটা সৈন্য বাহিনী আছে , তাঁদের গায়ে কোন কলঙ্ক টাচ করবে না , কারণ তারা এতটাই প্রভু ভক্ত ।
Criticism → সমালোচনা
criticism(n) → সমালোচনা , Criticize(v) → সমালোচনা করা, Critical(adj) → সমালোচনা মূলক
Criticism এর synonyms:
- Castigation → আপনারা হিন্দুদের Caste system জেনে থাকতে পারেন এটা হচ্ছে বর্ণ প্রথা । এই বর্ণ প্রথাটির মাধ্যমে কোন কোন শ্রেণিকে কিন্তু criticize ই করা হয় , যেমন — শূদ্রদের কে ।
- Carping → এই শব্দটির অর্থ হচ্ছে fault finding, তো এটার সাথে সমালোচনার একটি সম্পর্ক আছেই ।
- Animadversion → এই শব্দটি মনে রাখতে পারেন জাপানিজ anima থেকে যেখানে বিভিন্ন মানবসভ্যতাকে criticize করা হয় ।
- Stricture → এই শব্দটা মনে রাখা যায় Strictly থেকে , আর কোন কিছু strictly maintain করতে না পারলে আপনাকে criticize করবে ।
- Censure → sensor থেকে মনে রাখা যায় ।
Criticize এর synonyms:
- Censure
- Rebuke → এর অর্থ criticize ও হয় আবার জোরে সোরে বকা দেওয়াও হয় ।
- Scrutinize → scrutiny শব্দটির মানে হচ্ছে বার বার রিভাইস করা, বারবার দেখা, বারবার criticize করা ।
- Pore → এই শব্দটার মনে হচ্ছে ছিদ্র , সমালোচনা করতে করতে ছেঁদা করা থেকেও মনে রাখা যায় ।
- Pan → pan শব্দটার মানে হচ্ছে ভাঁজা, সমালোচনা করতে করতে ভাঁজা ভাঁজা করে ফেলা থেকেও এই শব্দটা মনে রাখা যায় ।
Critical এর synonyms:
- Censorious
- Captious →এই শব্দদুটি রাইমিং ওয়ার্ড
- Scathing → scaith শব্দটার অর্থ হচ্ছে act of damaging something or someone. এটা আপনি সমালোচনা করেও করতে পারেন, এখান থেকে Scathing.
- Vitriolic → vitriol জিনিশটা হচ্ছে acidic. আর যেকোনো acidic জিনিশ হয় corocip in nature . আর এখান থেকেই এই শব্দটার অর্থ হচ্ছে critical.
Official Approval(n) বা অনুমোদন এর synonyms:
- Approbation → এটা approval থেকেই এসেছে
- Imprimatur
- Sanction
- Ratify
আর যদি approve না করে বাদ দিয়ে দেওয়া হয় সেটাকে বলে
Rebuttal → খণ্ডন
কোন fault নেই, এইধরনের জিনিশকে বলে Blameless(adj) যার synonyms গুলো হচ্ছেঃ
- Immaculate → maculate মানে হচ্ছে দাগযুক্ত, আর দাগহীন জিনিশকে বলে immaculate.
- Impeccable → pac শব্দটির মানেও হচ্ছে দাগহীন এখান থেকেও এই শব্দটির অর্থ হচ্ছে দাগহীন বা blameless.
- Irreproachable → যাকে reproach বা বকা দেওয়া যায় না ।
- Unimpeachable → যাকে impeach বা অভিসংশন করা যায় না ।
- Exemplary → যার উদাহারন দেওয়া চলে ।
- Preeminent → eminent শব্দটি সম্মানের সাথে জড়িত ।
উপরের সবগুলো শব্দের অর্থ যার কোন খুদ নেই
এখন যারা সম্মানিত বা Reputed(adj) তাঁদের synonyms:
- Renowned
- Putative → reputation থেকে এই শব্দটি এসেছে, এর আরেকটা অর্থ হচ্ছে ম্যানসন
- Prevalent
- Illustrious → Luster মানে হচ্ছে উজ্জ্বল হওয়া , এখান থেকেই Illustrious যার মানে হচ্ছে উজ্জ্বল ।
Make fun of(v) এর synonyms:
- Mock → যুক্তি দিয়ে সমালোচনা না করে জাস্ট পচানটাই হচ্ছে Mock.
- Debunk → এই শব্দটা মনে রাখা যায় bed bunk থেকে, হোস্টেলে অনেক সময় ছেলেদের bunk থেকে ফেলে দেওয়া হয় mock করার উদ্দেশ্যে ।
- Deride → এই দুইটাই Alliteration ওয়ার্ড । de+ride → fall from ride. ঘোড়া চালাতে চালাতে পরে গেলে মানুষ আপনাকে নিয়ে মজা করবে , এখান থেকেও মনে রাখা যায় ।
- Lampoon → পুনমারা 😝
- Ridicule → ridiculous(হাস্যকর) থেকেও মনে রাখা যায় ।
- Scoff
criticize করা যাবে না অর্থাৎ not open for criticism এধরনের কিছু শব্দ আমরা লেকচার ১ এ দেখেছিলাম agreement and argument chapter এ । এখন এই চ্যাপ্টারে আমরা দেখবো criticize করা যাবে বা open for criticism এর synonyms:
- Inconclusive → যেটার এখন পর্যন্ত কোন conclusion টানা হয়নি ।
- Moot
not certified বা অসমর্থিত এর synonyms গুলো হলঃ
- Undocumented → not documented yet
- Unsubstantiated → not substantiated yet বা প্রমাণ করা হয়নি এখনো
Ulterior → situated beyond and often questionable, ধরা ছোঁয়ার বাহিরে কিন্তু প্রশ্নবিদ্ধ । অনেকে রিলিজিয়ন নিয়েও ulterior tropic হিশেবেও বিবেচনা করতে পারেন ।
grill খাইতে ভাল্লাগে, কিন্তু grilled হইতে নহে । grill শব্দটি verb হিশেবে ব্যাবহার করা হলে এর অর্থ হয় প্রশ্নবাণে জর্জরিত করা, question cevirely অর্থাৎ question করতে করতে একদম ভাঁজা ভাঁজা করে ফেলা ।
সমালোচনা জিনিশটার প্রয়োজনীয়তা বুঝিয়ে Karl Marx ১৮৪৪ সালে Arnold Ruge এর কাছে একটা চিঠিতে লিখেছিলেন Ruthless Criticism of everything existing অর্থাৎ পৃথিবীতে যাই আছে সব কিছুর সমালোচনা করতে হবে, তীব্র সমালোচনার পর যেটা টিকে থাকবে সেটা আমরা গ্রহণ করবো নাহলে আমরা প্রত্যাখ্যান করে ফেলে দিবো ।
Combined Context:
According to Karl Marx, nothing should be granted as incontrovertible(not open for criticism); you have to censure(criticize)everything that exists; Everything includes not only the undocumented(not certified) one, but also the ulterior(beyond questioning) ones. But the castigation(criticism) must be constructive, which means you can’t mock(make fun of) without logic. After censorious(critical) analysis, if something proves to be immaculate(blameless), only when we can endorse(approve) it.
Chapter 4 → Economics
economy → অর্থনীতি
commodity → পণ্য/দ্রব্য
PECU word root টি money র সাথে রিলেটেড —
- Pecuniary → অর্থ সংক্রান্ত
- Impecunious → অর্থ শূন্য, যার কাছে কোন টাকা পয়সা নাই
- Peculation → আমানতের খেয়ানত করা
Lucr শব্দটিও money র সাথে রিলেটেড —
- Lucre → money
- Lucrative → Profitable , লাভজনক কিছু বা আকর্ষণী কিছু
অন্যদিকে Liquor মানে হচ্ছে মদ
Economize(v) বা বেয়ায় সংকোচ, খরচ কমানোর synonyms:
- Husband
- Retrench → trench মানে হচ্ছে পরিখা খনন করা । সৈন্যবাহিনী পরিখা খনন করে তাঁদের ক্ষয় ক্ষতি কমানোর চেষ্টা করে, এখান থেকেই retrench মনে হচ্ছে economize
- Skimp
- Skint
Economic(adj) বা মৃতবেয়ী, অর্থনৈতিকভাবে দক্ষ এর synonyms:
- Frugal → এটা এসেছে frugality থেকে
- Provident → provident fund থেকে মনে রাখা যায়
- Thrifty → Thrive বা ভালভাবে বেঁচে থাকার জন্য আপনাকে economic হতে হবে
Excessively economic(adj) বা কৃপণের synonyms:
- Miserly
- Stingy
- Parsimonious → যার পার্স থেকে কোন মানি বের হয় না
- Niggardly → যে টাকাপয়সা খুবি guard দিয়ে চলে
Miser Person(n) বা কৃপণ বেক্তির synonyms:
- Skinflint → skint থেকে এসেছে
- Tightwad → যে টাকাপয়সা খরচের ব্যাপারে খুবি টাইট
Waste বা অপচয় এর synonyms:
- Loiter
- Squander
- Fritter
Wasteful(adj) বা খরুচে এর Synonyms:
- Improvident
- Lavish
- Munificent → money র ব্যাপারে not efficient
- Prodigal
- Profligate
Who spends recklessly(n) বা যে বেক্তি ইচ্ছামত খরচ করে তার Synonyms:
- Spendthrift
- Wastrel
Combined Context:
Poverty(n) বা দারিদ্র্যর Synonyms:
- Adversity → adverse বা প্রতিকুল/ক্ষতিকর থেকে মনে রাখা যায়
- Indigence → indigenous বা আদিবাসী, আর অধিকাংশ আদিবাসীরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে
- Penury
- Privation → deprive বা বঞ্চিত থেকে মনে রাখা যায় ।
Extremely poor(adj) বা হতদরিদ্রর Synonyms:
- Destitute → Institute যখন verb তখন এর মানে হচ্ছে to establish something বা কোনকিছুর অবস্থান তৈরি করা, আর destitute মানে হচ্ছে তাঁকে সে অবস্থান থেকে সরিয়ে দেওয়া ।
- Indigent
- Penurious
Salary(n) বা বেতনের Synonyms:
- Remuneration
- Honorarium
- Stipend
Compensation(n) বা ক্ষতিপূরণের Synonyms:
- Emolument → Emollient মানে হচ্ছে ক্ষত বা পোড়াস্থানে লাগানোর মলম বা প্রলেপ । কোন ক্ষত হলে লাগানো হয় emollient আর কোন ক্ষতি হলে দিতে হয় ক্ষতিপূরণ বা emolument.
- Redress → কোন জায়গায় ক্ষতি হলে সেখানে dressing করতে হয় ।
- Indemnification
- Reparation → repair করতে যা লাগে ।
- Restitution → এই শব্দের অরিজিনাল মিনিং হচ্ছে কোন জিনিশকে তার অরিজিনাল মালিককে ফিরিয়ে দেওয়া ।
pauper এর মানে হচ্ছে very poor person → যার খুব destitute বা নিঃস্ব/সর্বস্বান্ত অবস্তা
vagrant এর মানে হচ্ছে poor person with no home → দরিদ্র তো বটেই, তার উপড়ে আবার ঘর ও নাই ।
Bourgeois এর মানে হচ্ছে selfishly materialistic বা কায়েমি স্বার্থসম্পন্ন → middle class family বোঝাতেও এই শব্দটি ব্যাবহার করা হয় ।
Proletarian শব্দটির মানে হচ্ছে member of the working class; blue collar guy . → বিভিন্ন অর্গানাইজেশনে যারা ব্লু কলার পরে কাজ করে তারা হচ্ছে শ্রমিক।
Sleeper → something that becomes valuable . যে জিনিশটার দাম এখন কম কিন্তু পরবর্তীতে তার দাম আরও বেড়ে যাবে । আজকে থেকে ৪০-৫০ বছর আগে জমির দাম অনেক কম ছিল কিন্তু এখন দাম অনেক বেশী ।
Arrears → being in debt মানে হচ্ছে ঋণে আবদ্ধ থাকা ।
some phrases
- Laissez-faire → অর্থনীতির ক্ষেত্রে অবাধনীতি অবলম্বন করা, গভর্নমেন্টের কোন ধরনের interference বা হস্তক্ষেপ না থাকা ।
- Nouveau riche → নব্য ধনী । যারা নতুন নতুন ধনী হয়েছে কিন্তু সমাজের কেউ এখনো ওদের অভিজাত বলে মেনে নেয়নি ।
Chapter 5 → Environment
environment শব্দের ২ টা Synonyms হচ্ছে
- Ambience
- Milieu
environment ২ রকম হতে পারে
- শহুরে → urban
- গ্রাম্য
আর গ্রাম্য হচ্ছে
- Rural
- Bucolic → একে unculture বা গেরাইম্মা হিশেবেও প্রকাশ করা যায়
- Pastoral
Oppressively hot and humid বা অত্তাধিক গরম অথবা গুমোট এর synonyms:
- Sultry → এই শব্দটি hot বা সেক্সি হিশেবেও ব্যাবহার করা হয় ।
- Sweltering → এই শব্দটি এসেছে swelter বা গরমে হাঁসপাঁশ করা থেকে ।
- Muggy
Moderately warm বা একটু কম গরম এই রকমখেত্রে নিচের শব্দগুলি ইউজ করা হয়
- Temperate
- Lukewarm
- Tepid
forest কে temperature এর ভিত্তিতে ৪ ভাগে ভাগ করা চলে
- Tropical →যেখানে টেম্পারেচার বেশী
- Subtropical → যেখানে একটু কম
- Temperate →যেখানে টেম্পারেচার আরেকটু কম
- Al pine → যেখানে বরফ পরে
Pollute বা দূষিত করার কিছু synonyms:
- Contaminate
- Soil → সাধারণত এর অর্থ হচ্ছে মাটি কিন্তু এর দ্বারা দূষিত করাও বোঝায়
- Defile → নষ্ট করে দেওয়া । এগুলোকে ক্যারেক্টারের ক্ষেত্রেও ব্যাবহার করা চলে । যেমন কারো ক্যারেক্টার যখন কোন soil হয় বা defile হয় । His character is Soiled/defiled → তার চরিত্রে কলঙ্ক লেগে গেলো ।
Squalor মানে হচ্ছে বর্জ্য সেখান থেকে squalid মানে হচ্ছে নোংরা আর বিশেষ ধরনের squalor হচ্ছে slag যার মানে হচ্ছে ধাতব বর্জ্য
Flood বা বন্যার synonym গুলো হচ্ছেঃ
- Torrent
- Deluge → Bangladesh prepares for annual deluge.
বন্যা হলে সবকিছু তলিয়ে যায় যাকে বলে inundate
The whole area has been inundated for month .
Avalanche → great mass of falling snow and ice এটাকে environment science এ এভাবে ব্যাখ্যা করা হয় যে, কোন কিছু পড়তে আরম্ভ করলো প্রথমে অল্প করে পরা আরম্ভ করলো এর পর বড় আকারে পরা শুরু করলো অর্থাৎ অন্নদেরকেউ নিয়ে পরা আরম্ভ করলো । যেমন — বরফ ধ্বস
Watershed → region from which water drains into a river । বৃষ্টির সময় পানি স্থলভাগ দিয়ে গড়িয়ে গড়িয়ে খাল নদীতে পৌঁছে, ঐ স্থলভাগগুলোকে বলে watershed .
Microcosm →বিশ্বব্রহ্মাণ্ড
Microcosm → world in miniature অর্থাৎ ছট আকারের পৃথিবী ।
তারা বা স্টারের সাথে সম্পর্কিত হলে সেটাকে আমরা বলতে পারি
- Sidereal → Aside from reality অর্থাৎ তারার জগত কে তো আমরা কিছুটা পরাবাস্তব বলেই মনে করি সেখান থেকে মনে রাখতে পারি ।
- Astral
Auroral → Pertaining(সংক্রান্ত) to Aurora Borealis, সুমেরু বা বরফ অঞ্চলের আকাশে রাতের বেলায় খুব অদ্ভুত ধরনের আলোকছটা দেখা যায়, সেটাকেই বলে Aurora borealis.