Firebase — ফায়ারবেজ ক্লাউড সার্ভিস
--
content
- basic command
basic command
firebase install করার জন্য নিচের কমান্ড টি দিতে হয় ।
sudo npm i -g firebase-tools
এরপর লগইন করতে হয় নিচের কমান্ড দিয়ে ।
firebase login
এরপর প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে প্রজেক্ট initialize করতে হয় নিচের কমান্ডের মাধ্যমে ।
firebase init
প্রজেক্ট ইনিসিয়ালাইজের জন্য আগে ফায়ারবেজের ওয়েব সাইটে গিয়ে লগইন করে একটা প্রজেক্ট তৈরি করতে হয় এরপর firebase init কমান্ডে কিছু জিনিস সিলেক্ট করে দিতে হয় কমান্ড লাইনে , যেমন কন প্রজেক্টে এটা ইনিসিয়ালাইজ করবো সেটাতে পাবলিক ফোল্ডারে কি রাখবো, এখানে build লিখে ইন্টার দিতে হয় ।
এরপর build কমান্ড দিতে হবে ।
npm run build
build হয়ে গেলে এরপর প্রজেক্ট ফায়ারবেজে ডেপ্লয় করতে হয় নিচের কমান্ড দিয়ে ।
firebase deploy