লিনাক্সে অভ্র ইন্সটলেশন
1 min readSep 27, 2019
প্রথমে টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডটা রান করতে হবে
sudo apt-get update && apt-get upgrade
আপডেট এবং আপগ্রেড হয়ে গেলে প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি ইন্সটল করে নিতে হবে নিচের কমানদের মাধ্যমে
sudo apt-get install gjs gir1.2-ibus-1.0 libibus-1.0-5 libibus-1.0-dev ibus-gtk ibus-gtk3 ibus-clutter ibus-qt4
এরপর রিপোজিটরি থেকে অভ্র প্যাকেজটা ডাউনলোড করে নিতে হবে
wget “https://github.com/maateen/avro/releases/download/v2.1/avro_2.1-3_all.deb"
এরপর নিচের কমান্ডটা রান করে অভ্র ইন্সটল করে নিতে হবে
sudo dpkg -i avro_2.1-3_all.deb
অভ্র ইন্সটল করার পর ‘IBus Preferences’ সার্চ দিয়ে ওপেন করে রান করে নিতে হবে । এরপর একবার পিসি রিস্টার্ট দিয়ে নীলেই হয়ে যাবে ।